ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নারীকে কুপ্রস্তাব : বরিশালে বহিস্কৃত এসআই গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ১৬:০৪, ১৬ নভেম্বর ২০২২

নারীকে কুপ্রস্তাব : বরিশালে বহিস্কৃত এসআই গ্রেফতার

বহিস্কৃত এসআই মেহেদী হাসান

পর্যটকদের গাড়ি আটকিয়ে ঘুষ বাণিজ্যের দায়ে বহিস্কৃত এসআই মেহেদী হাসানকে এবার এক নারীকে কুপ্রস্তাবসহ জিম্মি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভূক্তভোগী ওই নারীর দায়ের করা মামলায় গ্রেফতারকৃত বহিস্কৃত এসআই মেহেদীকে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

মামলা সূত্রে জানা গেছে, কোতোয়ালি মডেল থানার বহিস্কৃত এসআই মেহেদী এক নারীর অশ্লীল ছবিকে জিম্মি করে তাকে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। এ ঘটনায় ওই নারী কোতোয়ালি মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান জানান, বুধবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, অতিসম্প্রতি ধর্ষণ মামলায় গ্রেফতার হয়ে কারাভোগ করছেন নগরীর নানীবুড়ি ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল বাসার।
 

টিএস

সম্পর্কিত বিষয়:

×