ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

রাজশাহীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই যুবকের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ১৪:৫৯, ১৬ নভেম্বর ২০২২

রাজশাহীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই যুবকের কারাদণ্ড

আদালত

রাজশাহীর মোহনপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই যুবকের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার দিবাগত রাতে মোহনপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দাস এ সাজা দেন। একইদিন বিকেলে ওই ছাত্রীকে উত্ত্যেক্তে অভিযোগে উপজেলার কেশরহাট পৌর এলাকা থেকে দুই যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুই যুবকের একজন কেশরহাট পৌরসভার হরিদাগাছি গ্রামের উত্তর পাড়ার আনছার আলীর ছেলে রাশিদুল ইসলাম (২৬), সরমইল সোনার পাড়ার ফরহাদ হোসেনের ছেলে রাশিদুল ইসলাম (২৪)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দাস বলেন, পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে কুরুচিপূর্ণ কথা বলায় এলাকাবাসী দুইজনকে আটকিয়ে রেখে মোহনপুর থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। রাতে আটক দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ব্যাপারে মোহনপুর থানার ওসি বলেন, সাজাপ্রাপ্ত দুইজনকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

টিএস

×