হাসপাতালে ভর্তি এসি ল্যান্ড আবু বকর সিদ্দিক
সাভারে এসি ল্যান্ড আবু বকর সিদ্দিককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে সাভারের সিঅ্যান্ডবি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার এসি ল্যান্ড হিসেবে কর্মরত। এছাড়া টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাকুড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে।
জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে সাভারের সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড এলাকায় বাস থেকে নামার পর আবু বকর সিদ্দিক হেঁটে যাচ্ছিলেন। এ সময় ১৭ থেকে ২০ বছরের চার থেকে পাঁচজন তার পথ রোধ করে। পরে তাকে ছুরিকাঘাত করে তার কাছ থেকে টাকা ও মুঠোফোন নিয়ে যায়। দুর্বৃত্তরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সীমানাপ্রাচীরের দেয়াল টপকে পালিয়ে যায়। স্থানীয়রা আবু বকরকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা যায়, আবু বকরের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ছিল। তার বুক, পেট ও হাতে পাঁচটি জখম পাওয়া গেছে। তিনি আইসিইউ ভর্তি ও শঙ্কামুক্ত আছেন।
এসি ল্যান্ড আবু বকর সিদ্দিক গত অক্টোবরের শেষ সপ্তাহ থেকে তিনি সাভারে সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন।
এমএইচ