ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রাহায়ণ ১৪৩১

জোড়া শিশুর চিকিৎসার জন্য দ্বারে দ্বারে ঘুরছেন বাবা-মা

নিজস্ব সংবাদদাতা, সাভার 

প্রকাশিত: ২১:৩১, ১১ নভেম্বর ২০২২

জোড়া শিশুর চিকিৎসার জন্য দ্বারে দ্বারে ঘুরছেন বাবা-মা

বাবা-মায়ের সঙ্গে জোড়া লাগানো দুই শিশু। ছবি: জনকণ্ঠ।

সাভারের সুপার ক্লিনিকে গত বছরের ১৯ অক্টোবরে একে অপরের সঙ্গে জোড়া অবস্থায় জন্মগ্রহণ করে খাদিজা ও সুমাইয়া। তাদেরকে পৃথক করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের বাবা-মা। তবে অর্থ সংকটের কারণে তাদের চিকিৎসা করাতে পারছেন না। তারা মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন টাকার জন্য। 

শিশুটি দুটির অসহায় বাবা সেলিম। তিনি আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় ভাড়া থেকে একটি গ্রিলের দোকানে কাজ করেন। 

গত বৃহস্পতিবার দুপুরে সেলিম ও তার স্ত্রী সাথী তাদের দুই শিশুকে নিয়ে এসেছিলেন সাভার উপজেলা পরিষদ চত্ত্বরে। 

সে সময় তারা বলেন, ইতোমধ্যে খাদিজা ও সুমাইয়ার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে শরীরের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এখন দুইটা পরীক্ষা বাকী আছে। এই দুই পরীক্ষা শেষ হওয়ার পর অপারেশনের প্রস্তুতি নিবে ডাক্তার। সার্জারি অপারেশনকালে আনুষাঙ্গিক ব্যায়ের জন্য অনেক টাকার প্রয়োজন। এ কারণে আমরা সাহায্যের জন্য সমাজের বিত্ববান মানুষের কাছে অনুরোধ জানাচ্ছি।
 

এমএইচ

×