ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩৩ দোকানি পেলেন প্রধানমন্ত্রীর অনুদান

নিজস্ব সংবাদদাতা, চাঁপাাইনবাবগঞ্জ

প্রকাশিত: ১৪:৩৪, ১০ নভেম্বর ২০২২; আপডেট: ১৪:৫৬, ১০ নভেম্বর ২০২২

চাঁপাইনবাবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩৩ দোকানি পেলেন প্রধানমন্ত্রীর অনুদান

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমানের সভাপতিত্বে চেক বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকার তহা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩৩ দোকান মালিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানের ৫৯ লাখ টাকার চেক পেয়েছেন। 

বুধবার (০৯ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগ অফিসে এসব চেক হস্তান্তর করা হয়। 

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, সাবেক এমপি আব্দুল ওদুদ, পৌরসভা মেয়র মোখলেসুর রহমান প্রমূখ। 

অনুষ্ঠানে এমপি ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, যখনি ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর চেক বিতরণ করার কথা মনে পড়েছে, তখনি চোখের সামনে সব দোকান আগুনে জ্বলছে এমন ছবি ভেসে উঠেছে। 

অগ্নিকান্ডের পর এ বিষয়ে প্রধানমন্ত্রীকে জানালে তিনি সহায়তার আশ্বাস দিয়েছিলেন। জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে ক্ষতিগ্রস্ত দোকানিদের তালিকা তৈরি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল। প্রাণঘাতী করোনার কারণে কিছুটা দেরি হলেও প্রধানমন্ত্রী কথা রেখেছেন। 

উল্লেখ্য, চলতি বছরের গত ২২ জুলাই চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পুরাতন তহা বাজারে অগ্নিকান্ডে দোকানগুলো পুড়ে ধ্বংস হয়। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আনুমানিক বিকেল সাড়ে ৪টার দিকে একটি কাপড়ের দোকান থেকে এই আগুনের উৎপত্তি হয় বলে জানা যায়।

টিএস

×