ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ভুয়া এনজিও খুলে ছয় কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার ৫

প্রকাশিত: ১৩:০৩, ১০ নভেম্বর ২০২২; আপডেট: ১৩:০৪, ১০ নভেম্বর ২০২২

ভুয়া এনজিও খুলে ছয় কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার ৫

ভুয়া এনজিও খুলে প্রতারণার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভুয়া এনজিও খুলে প্রতারণার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (৯ নভেম্বর) রাতে উপজেলার টিকরী বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটকরা হলেন- অলিউর রহমান (৪০), ফরহাদ হোসেন (২৮), শাহজাহান আলী (২৬), সেবারুল রহমান (২৫), সাকিবুল হাসান (২৮)। এসময় তাদের কাছ থেকে এক হাজার ৫৪০টি পাশ বই, ৭৫টি ব্ল্যাংক চেক ও ১৫টি ভুয়া সিল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে গ্রামের সহজ-সরল মানুষকে অধিক লাভের লোভ দেখিয়ে সমাজ উন্নয়ন সংস্থা নামে একটি এনজিও প্রতিষ্ঠা করে। এ এনজিওতে গরিব অসহায় লোকদের টাকা বিনিয়োগ এবং টাকা ঋণ নেওয়ার জন্য উস্কানি দিয়ে প্রায় ছয় কোটি টাকা হাতিয়ে নেয়।

ভুক্তভোগীদের এমন অভিযোগের ভিত্তিতে ওই এনজিওর মালিকসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন।

টিএস

সম্পর্কিত বিষয়:

×