ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রেল স্টেশনের নাম ‘চারিয়া মাদ্রাসা’

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি

প্রকাশিত: ১৪:৫২, ৯ নভেম্বর ২০২২; আপডেট: ১৫:১৫, ৯ নভেম্বর ২০২২

রেল স্টেশনের নাম ‘চারিয়া মাদ্রাসা’

চারিয়া মাদ্রাসার নামে এ স্টেশনের নামকরণ করা হয়

‘চারিয়া মাদ্রাসা’ একটি রেলওয়ে স্টেশনের নাম। চট্টগ্রাম-নাজিরহাট শাখা লাইনের সরকারহাট স্টেশনের দক্ষিণে এবং হাটহাজারী স্টেশনের উত্তরে এ স্টেশনের অবস্থান। ১৯৩০ সালে স্থানীয় চারিয়া মাদ্রাসার নামে এ স্টেশনের নামকরণ করা হয়।

এ  রেলস্টেশনে স্টেশন মাস্টার না থাকায় চরম দুর্ভোগে যাত্রীরা। দীর্ঘ একযুগ ধরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে স্টেশনটি! বেদখল হচ্ছে রেলওয়ের জমি। 

সরেজমিনে দেখা যায়, রেলস্টেশন জুড়ে কোলাহল নেই, আছে শুধুই শূন্যতা। পূর্ব-পশ্চিমে খোলা মাঠের মধ্যখানে এই রেললাইনে দৃষ্টি আটকে যায়। বিশেষ করে ক্ষয়ে যাওয়া কংক্রিট আর সিমেন্টের তৈরি টিকেট ঘর। রক্ষণাবেক্ষণ না করলে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপনাটির শেষ চিহ্নটুকুও আর অবশিষ্ট থাকবে না।  

এ রেল স্টেশনে রীতিমত ট্রেন থামলেও যাত্রী সাধারণ টিকেট নিতে না পারায় বিনা টিকিটে ট্রেন ভ্রমন করছেন। যার কারণে সরকার রাজস্ব হারাচ্ছে। তাই এ স্টেশনটি জরুরি ভিত্তিতে মেরামত এবং এখানে জনবল নিয়োগ দেয়া প্রয়োজন।

এমএইচ

×