ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কুয়াকাটায় ট্রান্সফর্মা চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব সংবাদদাতা,কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১২:৩৮, ৬ নভেম্বর ২০২২; আপডেট: ১২:৩৯, ৬ নভেম্বর ২০২২

কুয়াকাটায় ট্রান্সফর্মা চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

বৈদ্যুতিক ট্রান্সফর্মা

উপজেলার কুয়াকাটায় রাতের আঁধারে বৈদ্যুতিক ট্রান্সফর্মা চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছে। শনিবার দিবাগত রাতের যে কোন সময় দুর্ঘটনাটি ঘটে। এ সময় চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 

মহিপুর থানা পুলিশ জানায়, খাজুরার বাহামকান্দা গ্রামে সড়কের পাশে বৈদ্যুতিক ট্রান্সফর্মারের নিচে পড়ে থাকা অজ্ঞাত মৃতদেহ দেখে লোকজন পুলিশে খবর দেয়। মৃতদেহের শরীরের চামড়া ঝলসানো ছিল। পাশ থেকে ট্রান্সফর্মা চুরির কাজে ব্যবহারের রশি উদ্ধার করা হয়। 

মহিপুর থানার ওসি খোন্দকার মোঃ আবুল খায়ের জানান, আজ রবিবার সকালে অজ্ঞাত লাশটি উদ্ধার করে শনাক্ত করার এবং ময়নাতদন্তের উদ্যোগ নেয়া হয়েছে। অপমৃত্যুর একটি মামলা করা হয়েছে। 
 

টিএস

×