ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ঝিনাইগাতীর সীমান্তে বন্য হাতির পায়ে পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইগাতী,শেরপুর

প্রকাশিত: ১২:৩১, ৬ নভেম্বর ২০২২

ঝিনাইগাতীর সীমান্তে বন্য হাতির পায়ে পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

কৃষকের উপর বন্যহাতির আক্রমণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকুচা টিলাপাড়া গ্রামে বন্যহাতির পায়ে পৃষ্ট হয়ে অবিজল(৫৫) নামে ১ কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক একই গ্রামের সামেদ আলীর ছেলে। ৫ নভেম্বর শনিবার দিবাগত রাত ৯ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার আগে থেকেই একদল বন্যহাতি আধা পাকা ধান খাওয়ার জন্য বালিঝুড়ি সীমান্ত গ্রামে প্রবেশ করে। এসময় স্থানীয় কৃষকরা তাদের কষ্টার্জিত ধান ক্ষেত রক্ষা করতে মশাল লাঠিসহ তাদেরকে প্রতিরোধ করতে থাকে। 

এমতাবস্থায় রাত আনুমানিক সাড়ে ৮ ঘটিকার দিকে কৃষকদের সকল বাঁধা উপেক্ষা করে ধান ক্ষেত সাবাড় করতে থাকলে জীবনের ঝুঁকি নিয়ে কৃষকরা হাতি তাড়াতে যায়। এ সময় হাতি ও মানুষের দৌড়াদৌড়ির এক সময়ে হাতির পায়ে পৃষ্ট হয়ে অবিজল মারাক্তক ভাবে আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক অবিজলকে মৃত ঘোষনা করেন।

 এ ব্যাপারে কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, অবিজলের এহেন মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরুল আলম ভুইয়া ঘটনাস্থল পরিদর্শণ সহ মৃত কৃষকের খোঁজ খবর নেযা সহ মৃত কৃষকের পরিবারকে সমবেদনা জানান। 

টিএস

×