ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

গোপালগঞ্জে বাসের ধাক্কায় শালা-দুলাভাই নিহত

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ

প্রকাশিত: ২১:১৩, ৪ নভেম্বর ২০২২

গোপালগঞ্জে বাসের ধাক্কায় শালা-দুলাভাই নিহত

মোটরসাইকেলে বাসের ধাক্কা। ফাইল ছবি। 

গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের মাটলা গ্রামের আমজাদ মোল্লার ছেলে মোস্তাইন মোল্লা (১৮) ও দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াগড় গ্রামের নূরুল হক সিকদারের ছেলে নিয়ামুল হক সিকদার (৩০)। তারা দু’জন সম্পর্কে শালা-দুলাভাই। 

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি আবু নাঈম জানিয়েছেন, মোস্তাইন তার দুলাভাইয়ের বাড়ি থেকে দুলাভাইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে বিজয়পাশা এলাকায় পৌঁছালে খুলনাগামী একটি অজ্ঞাত যাত্রীবাহী বাস তাদেরকে সজোড়ে ধাক্কা মেরে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহী দু’জনই ঘটনাস্থলে মারা যান। 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×