ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বাসের ধাক্কায় পোশাক শ্রমিক দম্পতি নিহত

প্রকাশিত: ১১:১২, ২ নভেম্বর ২০২২

বাসের ধাক্কায় পোশাক শ্রমিক দম্পতি নিহত

বাসের ধাক্কায় নিহত স্বপ্না ও ইসরাফিল

ঢাকার ধামরাইয়ে কারখানায় যাওয়ার পথে বাসের ধাক্কায় পোশাকশ্রমিক দম্পতি নিহত হয়েছে। 

বুধবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় বালিথা এলাকায় কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন– ইসরাফিল ও স্বপ্না বেগম। তারা ধামরাইয়ের সানোরা ইউনিয়নের শোলধন এলাকার বাসিন্দা। স্থানীয় গ্রাফিক্স ডিজাইন কারখানার অপারেটর পদে চাকরি করতেন তারা। 

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, পোশাক শ্রমিক দম্পতি বাইসাইকেলে করে তাদের কর্মস্থল গ্রাফিক্স ডিজাইন কারখানায় কাজে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৭টায় ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা এলাকায় কারখানার সামনে পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগতির বাস তাদের ধাক্কা দেয়। 

এ সময় তারা সড়কে পড়ে গেলে পেছন থেকে আসা দ্রুতগতির অপর একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এমএস

সম্পর্কিত বিষয়:

×