ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বাউফলে আওয়ামী লীগ অফিস নির্মাণের সময় দুই ব্যক্তিকে কুপিয়ে জখম

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী

প্রকাশিত: ১১:২৩, ৩১ অক্টোবর ২০২২

বাউফলে আওয়ামী লীগ অফিস নির্মাণের সময় দুই ব্যক্তিকে কুপিয়ে জখম

ম্যাপে বাউফল

বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নে আওয়ামী লীগের অফিস নির্মাণের সময় দুই সমর্থককে কুপিয়ে জখম করার হয়েছে। 

রবিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নিমদী খেয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় আহত মো. খোকন ব্যাপারি (৩৫) ও কাওসার ইসলামকে (২৪) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, বাউফলে আওয়ামী লীগের রাজনীতিতে দুইটি গ্রুপ সক্রিয় রয়েছে। এর মধ্যে এক গ্রুপের নেতৃত্বে আছেন বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এমপি আসম ফিরোজ এবং অপর গ্রুপের নেতৃত্বে আছেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হক জুয়েল।  

ঘটনার দিন সন্ধ্যার দিকে নিমদী খেয়াঘাট এলাকায় আওয়ামী লীগের অফিস করার প্রস্তুতি নেয় মেয়র গ্রুপের কয়েক সমর্থক। এ খবর পেয়ে এমপি গ্রুপের কয়েক সমর্থক ঘটনাস্থলে এসে মেয়র সমর্থক কাওসার ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করে। এসময় খোকন নামের মেয়রের অপর এক সমর্থক বাধা দিলে তাকেও কুপিয়ে জখম করা হয়।   

এ ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সংবলীত ব্যানার ভাংচুর করে নদীতে ফেলে দেয় তারা। 

বাউফল থানার ওসি মো. আল মামুন বলেন, ঘটনাস্থলে  পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

টিএস

×