ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

মা ইলিশ রক্ষায় অভিযান

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করায় ২৩ জেলে আটক

নিজস্ব সংবাদদাতা,ভোলা

প্রকাশিত: ১৩:৫৭, ২৭ অক্টোবর ২০২২

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করায় ২৩ জেলে আটক

আটক জেলেরা

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ২৩ জেলেকে আটক করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ভোলা সদর উপজেলার ইলিশার মেঘনা নদী থেকে এই ২৩ জেলেকে আটক করে নৌ পুলিশ।

 এ সময় তাদের কাছ থেকে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভোলার ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন সাংবাদিকদের জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় নৌপুলিশের একটি দল মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ২৩ জেলেকে আটক করা হয়। 

এ সময় ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়।  আটককৃতদের বিরুদ্ধে ভ্রম্যমান আদালতের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।
 

 এসআর

×