ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

স্ত্রীর উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, নাটোর

প্রকাশিত: ১৪:৪৫, ২৫ অক্টোবর ২০২২

স্ত্রীর উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

আত্মহত্যার প্রতীকী ছবি

নাটোরের গুরুদাসপুরে স্ত্রীর উপর অভিমান করে আব্দুর রব নিরব (১৬) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। মঙ্গলবার রাতে গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের মকিমপুর মধ্যমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। 

আব্দুর রব একই এলাকার মিন্টু আলীর ছেলে।

স্থানীয়রা জানান, দুই মাস আগে পারিবারিকভাবে বিয়ে করেন নিরব। বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। গত শুক্রবার তার স্ত্রী বাবার বাড়িতে যায়। এরই এক পর্যায়ে রাতে নিজ ঘরে ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন নিরব। 

মঙ্গলবার সকালে পরিবারের লোকজন দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
 

এসআর

×