ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

পীরগঞ্জে স্বীকৃতির দাবিতে স্ত্রীর অনশন, পালিয়েছে স্বামী

নিজস্ব সংবাদদাতা, পীরগঞ্জ

প্রকাশিত: ১৬:৫৬, ২৪ অক্টোবর ২০২২

পীরগঞ্জে স্বীকৃতির দাবিতে স্ত্রীর অনশন, পালিয়েছে স্বামী

স্ত্রীর দাবিতে অনশনরত তরুণী

পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর মুন্সিপাড়ায় স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে দুই দিন যাবৎ অনশন করছে স্ত্রী। এসময় স্ত্রীকে দেখে পালিয়ে গেছে স্বামী সুজন মাহামুদ। বাড়িতে একা অবস্থান করায় ওই গৃহবধু ধর্ষণ অথবা নির্যাতনের শিকার হওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী। 
সোমবার (২৪ অক্টোবর) দুপুরে সরেজমিন স্থানীয়রা জানান, কিছু খারাপ প্রকৃতির যুবক গভীর রাতে প্রাচীর টপকে ওই বাড়িতে প্রবেশ করার চেষ্টা করে। স্থানীয় লোকজন সচেতন থাকায় তার শারীরিক কোনো ক্ষতি হয়নি। 

জানা যায়, সুজন মাহামুদ মৃত আনোয়ার হোসেনের পুত্র। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থী। পীরগঞ্জ পৌরসভার জগথা শান্তিবাগ মহল্লার খতিবুর রহমানের মেয়ের সঙ্গে সুজনের প্রেমেরে সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ঢাকায় নোটারী পাবলিক-এ তারা বিয়ে করেন। পরবর্তীতে সুজন মাহামুদ ওই তরুণীকে ঢাকায় নিয়ে বিভিন্ন হোটেলে রাত্রি যাপন করেন। কিন্তু পরবর্তীতে সুজন মাহমুদ ওই তরুণীকে স্ত্রী হিসেবে অস্বীকার করায় তার মেয়ে গত দুইদিন যাবত স্বামীর স্বীকৃতির দাবীতে ওই বাড়িতে অনশন করছেন।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, বিষয়টি আমার নলেজে রয়েছে। মেয়ে পক্ষ অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×