ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

হাতিয়ায় ৭নং বিপদ সংকেত  নৌ-যান চলাচল বন্ধ, ঘরবাড়ী বিধ্বস্ত

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া

প্রকাশিত: ১৬:০২, ২৪ অক্টোবর ২০২২

হাতিয়ায় ৭নং বিপদ সংকেত  নৌ-যান চলাচল বন্ধ, ঘরবাড়ী বিধ্বস্ত

ঘূর্ণিঝড়ের প্রভাবে হাতিয়ার সাথে সারাদেশের নৌ-যান চলাচল বন্ধ

পূর্ব মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্যবঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর প্রভাবে সাগর উত্তাল থাকায় নোয়াখালীর হাতিয়ার সাথে সারাদেশের নৌ-যান চলাচল বন্ধ রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে হাতিয়ার নলচিরা, চরঈশ্বর, নিঝুমদ্বীপ ও চানন্দী ইউনিয়নের বিভিন্ন স্থানে কাচা ঘরবাড়ী বিধ্বস্ত হয়।

৭নং বিপদ সংকেতের আওতায় থাকায় লোকজনকে বেড়ী বাদের বাহির থেকে আশ্রয়কেন্দ্রে চলে আসার জন্য মাইকিং করা হয়েছে। সিপিপির সদস্যরা সিগনাল পতাকা উত্তোলন করে জনগনকে সর্তক করেন। উপজেলা সিপিসি কর্মকর্তা বদিউজ্জামান জানান, হাতিয়াতে সিপিপির ১ শত ৭৭ টি ইউনিট কাজ করছে। সকাল থেকে তারা বেড়ীবাঁধের উপরের হেঁটে হেঁটে মাইকিং করেন।

এদিকে সোমবার ভোর থেকে হাতিয়ায় বৃষ্টির সাথে প্রচন্ডবেগে বাতাস বইছে। সমুদ্রে স্বাভাবিকের তুলনায় কয়েক ফুট উচ্চতায় জোয়ার হয়েছে। নলচিরা, চানন্দী ও নিঝুমদ্বীপ ইউনিয়নে জোয়রের পানিতে অনেক ঘরবাড়ী বিধ্বস্ত হয়। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এর পরিসংখ্যানটি কেউ দিতে পারে নি। নিঝুমদ্বীপ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য কেফায়েত উল্যা জানান, তাঁর ওয়ার্ডে প্রায় শতাধিক কাচা ঘরবাড়ী বিধ্বস্থ হয়। 
 
হাতিয়া আবহাওয়া অফিসের সূত্রে জানা যায়, নিম্নচাপের প্রভাবে গত রবিবার সকাল থেকে জেলার বিভিন্নস্থানে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়। রাত থেকে বৃষ্টি বাড়তে থাকে। সোমবার সন্ধ্যার দিকে তা আরও শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে ধেয়ে আসতে পারে। রাতের দিকে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ উপকূলে আঘাত হানতে পারে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সেলিম হোসেন বলেন, সিত্রাং মোকাবেলায় সোমবার সকাল ১০টায় উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনার কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় ৩২৫টি আশ্রয়ণ কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সকল ধরনের প্রতিকূলতা মোকাবিলায় ১৭৭টি সেচ্ছাসেবী টিম প্রস্তুত রাখা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার মজুত রাখা হয়েছে। তিনি আরো বলেন সোমবার সকাল থেকে বাতাশ ও জোয়ারের উপজেলার অনেক ইউনিয়ন থেকে ঘরবাড়ী বিধ্বস্ত হওয়ার সংবাদ আসছে। রাতে ক্ষয়ক্ষতির এই পরিসংখ্যান তালিকাভুক্ত করা হবে।

টিএস

×