ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

মাস্টার ও হেলপার আটক

শরীয়তপুরে ব্রীজের সাথে লঞ্চের ধাক্কা, ৩ যাত্রী নিহত

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর

প্রকাশিত: ১১:৪৩, ২৩ অক্টোবর ২০২২

শরীয়তপুরে ব্রীজের সাথে লঞ্চের ধাক্কা, ৩ যাত্রী নিহত

যাত্রীবাহী লঞ্চ স্বর্ণদীপ প্লাস

ঢাকা থেকে শরীয়তপুরের গোসাইরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা স্বর্ণদীপ প্লাস নামে যাত্রীবাহী লঞ্চের গোসাইরহাটের সাইক্ষ্যা ব্রীজের পিলারের সাথে রবিবার ভোর রাত সাড়ে ৪ টায় সজোরে ধাক্কা লাগে। এসময় লঞ্চের ছাদে থাকা পানির ট্যাংকি নীচে পড়লে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনজন যাত্রী নিহত হয়েছে। 

নিহতরা হলো গোসাইরহাট উপজেলার কোদালপুর সরদার পাড়া গ্রামের শাহ আলী মোল্লার ছেলে তানজিল(২৩), টাঙ্গাইল সদরের দাইনাবঘিল গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সাকিল আহমেদ(২৫) ও জামালপুরের রঘুনাথপুর দিঘলী সোনাটিয়া গ্রামের বোরহান আলীর পুত্র সাগর আলী (২৪)। আহত হয়েছে আরো ২ জন। তারা হলো গাজীপুরের শাহ জালালের পুত্র হিরা (২৫) ও একই এলাকার শামচুল বাড়ি গ্রামের সাগর রাঢ়ী(১৮)। 

সাগর রাঢ়ীকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, লঞ্চটি সাইক্ষ্যা ব্রীজের সাথে সজোরে ধাক্কা লাগলে লঞ্চের ছাদে থাকা লোহার পানির ট্যাংকিটি নীচের ডেকে ঘুমন্ত যাত্রীদের উপর ছিটকে পড়ে যায়। এ সময় চাপা পড়ে ঘটনাস্থলেই ৩ যাত্রীর মৃত্যু হয়। আহত হয় আরো ২ জন। 

সংবাদ পেয়ে গোসাইরহাট থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। গোসাইরহাট থানা পুলিশ লঞ্চ ও লঞ্চের মাস্টার মোঃ নুরুজ্জামান ও হেলপার এমরান হোসেন নান্নু বেপারীকে আটক করেছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। 

গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম সিকদার বলেন, সাইক্ষ্যা ব্রীজের সাথে লঞ্চের ধাক্কায় তিনজন যাত্রী নিহত হয়েছে। তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। 

টিএস

সম্পর্কিত বিষয়:

×