ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কক্সবাজারে পুলিশের ভ্যান থেকে পালিয়েছে রোহিঙ্গা আসামি 

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার 

প্রকাশিত: ১৯:৩১, ২২ অক্টোবর ২০২২

কক্সবাজারে পুলিশের ভ্যান থেকে পালিয়েছে রোহিঙ্গা আসামি 

পুলিশের প্রিজন ভ্যান 

কক্সবাজারে আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশের প্রিজন ভ্যান থেকে পালিয়েছে এক আসামি। পালিয়ে যাওয়া ওই আসামি রোহিঙ্গা নাগরিক। শনিবার (২২ অক্টোবর) বিকেলে এই ঘটনা ঘটে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, বিকেলে ১২ জন আসামিকে উখিয়া থেকে প্রিজন ভ্যানে করে আদালতে পাঠানো হয়। পথিমধ্যে রামু সেনানিবাস অতিক্রম করার পর হঠাৎ এক আসামি বমি করার কথা বলে পুলিশের সহায়তা চান। এসময় তালা খুলে পলিথিন দিতে গেলে সেই সুযোগে এক আসামি পালিয়ে যায়।

কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে পালিয়ে যাওয়া আসামির নাম পাওয়া যায়নি। তবে তিনি রোহিঙ্গা নাগরিক। তাকে গ্রেফতার করতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। পাশাপাশি প্রিজন ভ্যানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×