ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

আমার জীবনটা মানুষের জন্য উৎর্সগ করেছি 

নিজস্ব সংবাদদাতা, ভোলা 

প্রকাশিত: ১৭:২৯, ২২ অক্টোবর ২০২২

আমার জীবনটা মানুষের জন্য উৎর্সগ করেছি 

তোফায়েল আহমেদের জন্মদিনে দোয়া মাহফিল

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব ,আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ নেতাকর্মীদের উদ্দেশ্য বলেছেন, আপনাদের দোয়া নিয়ে বাঁচতে চাই। 

যতোদিন আমি আছি ভোলার মানুষের খেদমত করতে চাই। আমি ভোলার মানুষের কাছে ঋনি। কারন ভোলার মানুষ আমাকে ৮ বার সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করেছে। আমি যতো দিন বেঁচে থাকবো। আল্লাহ আমাকে যতো দিন বাঁচিয়ে রাখবে তত দিন ভোলার মানুষের জন্য কাজ করব। 

আমার জীবনটা মানুষের জন্য উৎর্সগ করেছি।  তোফায়েল আহমদের শনিবার ৮০ তম জন্মদিন উপলক্ষে বেলা ১২ টায়  ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজনে আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে সিঙ্গাপুর থেকে টেলিকনফারেন্সে এসব কথা বলেন। 

ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মমিন টুলুর সভাপতিত্বে আলোচনা সভায়  এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট জুলফিকার আহমেদ, সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা দোস্ত মাহমুদ, ভোলা প্রেসক্লব সভাপতি এম হাবিবুর রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম প্রমূখ। 

আলোচনা শেষে তোফায়েল আহমেদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে দোয়া মোনাজাতে অংশ নেন দলের নেতাকর্মীরা । 

এমএস

×