ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

মরণফাঁদ দাউদকান্দি-মতলব পিতাম্বরদ্দি সংযোগ ব্রিজ

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, কুমিল্লা

প্রকাশিত: ১৭:১৩, ২২ অক্টোবর ২০২২

মরণফাঁদ দাউদকান্দি-মতলব পিতাম্বরদ্দি সংযোগ ব্রিজ

ব্রিজটি এখন মরণফাঁদে পরিণত

কুমিল্লার দাউদকান্দি উপজেলা ও চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার সংযোগ ব্রিজটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। ২০০০ সালে চাঁদপুর ও কুমিল্লা জেলার মাঝ দিয়ে প্রবাহিত হওয়া খিরাই নদীর উপর পিতাম্বরদ্দি গ্রামে স্টিল ব্রীজ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। 

ব্রীজটি নির্মাণের ফলে কুমিল্লার দাউদকান্দি উপজেলা ও চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার যোগাযোগ ব্যবস্থা সহজ হয়ে যায়। এতে দুই জেলার জনগণের দুর্ভোগ অনেকটাই লাগব হয়। দিনদিন যোগাযোগ ব্যবস্থা উন্নতির ফলে ভারী যানবাহন ও এই ব্রীজ দিয়ে যাতায়াত করত। ব্রীজের ধারণ ক্ষমতার চেয়ে অধিক ভারী যানবাহন চলাচল করায় ব্রীজের কয়েকটি স্টিলের  স্লাব দেবে যায়। 

ফলে যানবাহন অনেকটা ঝুঁকি নিয়েই চলাচল করছে ভারী যানবাহন। যেকোন সময় ঘটতে পারে দুর্ঘটনা।

নদীর উত্তরপাড় মারুকা ইউনিয়নের খামারপাড়া থেকে ব্রীজে উঠার সময় তেমন কোন ঝুঁকি না থাকলেও দক্ষিণপাড় পিতাম্বরদী থেকে দাউদকান্দিগামী গাড়ি গুলো ব্রীজে উঠা মাত্রই পড়তে পারে মরণ ফাঁদে। এতে বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়ে চালকদের ও যাত্রীদের জীবন বিপন্ন হওয়ার সংখ্যা রয়েছে। 

প্রিতাম্বরদ্দি বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বললে তারা জানান, ব্রীজের এই বেহাল অবস্থার কারণে পার্শ্ববর্তী কোন বাজার থেকে মালামাল আনা সম্ভব হচ্ছে না। দূর দূরান্তের বাজার ও অন্য এলাকা দিয়ে মালামাল আনতে হয়। এতে খরচ অনেক বেড়ে যায়, ফলে পণ্যের দাম খরচের সঙ্গে তাল মিলিয়ে বাড়াতে হয়।

এ বিষয়ে দাউদকান্দি উপজেলা প্রকৌশলী আফছার খন্দকার জানান, আগামী সপ্তাহের মধ্যেই ব্রিজটি মেরামত করা হবে এবং নতুন ব্রীজের অনুমোদনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। 

তিনি আরো বলেন, মারুকা ইউনিয়নের চেয়ারম্যানকে সতর্কতামূলক একটি সাইনবোর্ড টানানোর কথা বলা হয়েছে। 

মারুকা ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া জানান, দুই একদিনের মধ্যেই সাইনবোর্ডটি টানিয়ে দেওয়া হবে। 

এসআর

সম্পর্কিত বিষয়:

×