সীমান্তে বিএসএফ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গেন্দুগুড়ি সীমান্তে গরু পাচারের সময় আজ শুক্রবার ভোর রাতে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, আহতরা দেশে পালিয়ে এসে গোপনে রংপুরে প্রাইভেট কোনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহত দুই জনের স্বজনরা বাড়িতে তালা ঝুঁলিয়ে আত্মগোপনে চলে গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার হাতীবান্ধা উপজেলার গেন্দুগুড়ি ৯৮৮নং পিলারের ১নং সাব-পিলার সংলগ্ন ৬১বিজিবি ক্যাম্পের অধীনে। ওপারে বিএসএফ এর ৭নং ক্যাম্পের অধীনে। সীমান্তের এপাশ হতে কয়েকজন বাংলাদেশি আজ ভোর রাতে অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতীয়দের সহায়তায় কাঁটাতারের বেড়ার উপরে বাঁশের তৈরি কপিকল বসিয়ে গরু পাচারের চেষ্টা চালায়। এসময় বিএসএফের টহলদল সামনে পড়লে তারা তাদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড গুলি চালায়। দুই রাউন্ড গুলি বাংলাদেশি সুজন (৩০) ও আব্দুল মজিদের (২৫) শরীরেও বিদ্ধ হয়।
আরও জানা যায়, অন্য সঙ্গিরা আহত দুই জনকে গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে নিয়ে আসে। তারা দুজনই টংভাঙ্গা ইউনিয়নের টংভাঙ্গা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। আইনি জঠিলতা এড়াতে স্বজনরা ঘরবাড়িতে তালা ঝুঁলিয়ে দিয়ে আত্মগোপন করেছে।
এদিকে, ৬১ বিজিবির অধিনায়ক সঙ্গে যোগাযোগ করলে তাকে ফোনে পাওয়া যায়নি। গেন্দুগুড়ি বিজিবির সদস্যরা বিষয়টি জানেনা বলে জানান। তবে তারা সীমান্তে গুলির মত শব্ধ শুনে খোঁজ খবর নিয়েছেন। কিন্তু কোনো ব্যক্তিকে গুলি বিদ্ধ হওয়ার খবর তাদের জানা নেই।
এমএইচ