ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপনে ঈশ্বরদীতে আনন্দ-উৎসব 

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী, পাবনা 

প্রকাশিত: ১৯:৫৫, ১৯ অক্টোবর ২০২২; আপডেট: ১৯:৫৬, ১৯ অক্টোবর ২০২২

রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপনে ঈশ্বরদীতে আনন্দ-উৎসব 

 রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-২ এর রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন করায় ঈশ্বরদীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে আনন্দ উৎসব লক্ষ্য করা গেছে। বুধবার (১৯ অক্টোবর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই প্রকল্পকে ঘিরে প্রতিদিন হাজার হাজার কোটি টাকার লেনদেন হওয়ায় মানুষের জীবন যাত্রায় ব্যাপক পরিবর্তন হয়েছে। বেকার মানুষ কর্মসংস্থান পেয়েছেন। অস্বচ্ছল পরিবার স্বচ্ছল হয়েছে। কেউ কেউ ঈশ্বরদীকে এক টুকরো রাশিয়ার সঙ্গে তুলনা করেছেন।

পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস বলেন, ঈশ্বরদী আটঘরিয়ার মানুষও গর্ববোধ করছেন বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-২ এর রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপনের কারণে। জাতির জনকের অসমাপ্ত কাজ বাস্তবায়ন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দনও জানান তিনি।

বাংলাদেশ বার কাউন্সিলের ফাইনান্স কমিটির চেয়ারম্যান এড.রবিউল আলম বুদু প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলেন, বিশ্বমানবতার মাতা জননেত্রী শেখ হাসিনার পক্ষেই সম্ভব হয়েছে দেশের উন্নয়নে এই ধরনের মেগা প্রকল্পের কাজ শুরু করা। তিনি সঠিক সময়েই প্রকল্পের কাজ শেষ করে লক্ষ্য ও উদ্দেশ্য পূরণ করবেন বলে ঈশ্বরদী-আটঘরিয়াবাসী তথা দেশবাসী বিশ্বাস করে।

পাকশী ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু জানান, আমার অনুভূতি বলে বোঝানো কঠিন। আমি খুবই আনন্দিত। আমার পাকশী এলাকা ব্যাপক উপকৃত হয়েছেন এই প্রকল্পের মাধ্যমে। এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে জীবন যাত্রার মানও বেড়েছে। এটি আমাদের বিশেষ পাওয়া। 

পাকশী রেলওয়ে সদর দপ্তর শাখা শ্রমিক লীগ নেতা নজরুল ইসলাম জানান, আমরা রেল শ্রমিক লীগ খুবই আনন্দিত ও গর্বিত রূপপুর পারমাণবিক প্রকল্প বাস্তবায়ন করার জন্য।

পারমাণবিক প্রকল্পে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাশিয়ান ফেডারেশন রোসাটমের ডাইরেক্টর জেনারেল মি. এলেক্সি লিখাচেভ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের সভাপতিত্বে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান এনডিসি ও প্রকল্প পরিচালক ড. শওকত আকবর ও প্রমুখ।

×