সিরাজগঞ্জের চৌহালীতে যমুনার ভাঙ্গনে মঙ্গলবার সকালে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন বিলীন হয়ে যায়
সিরাজগঞ্জের চৌহালীতে যমুনার ভাঙ্গনে মঙ্গলবার সকালে ৮০নং চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন নদীগর্ভে বিলীন হয়েছে। আরেকটি নদীর পাড়ে ঝুলে আছে। যে কোনো সময় চলে যাবে। এতে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। প্রায় দুইশ’ শিক্ষার্থীর পড়াশোনা অনিশ্চিত। এ ছাড়া চারটি গ্রামে ভাঙ্গন চলছে। ভাঙ্গন ঠেকাতে পাউবো যথাসময়ে কার্যকরী ব্যবস্থা না নেয়ায় শিক্ষার্থীসহ এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য রমজান আলী শেখ জানান, চাঁদপুরসহ প্রায় চারটি গ্রামের অর্ধশতাধিক ঘরবাড়ি নদীতে চলে গেছে। স্কুল বিলীন হলো। হুমকিতে আরেকটি হাইস্কুল ও প্রাথমিক বিদ্যালয়। এত কিছুর পরও পানি উন্নয়ন বোর্ডের কর্তকর্তাদের দায়সারা বক্তব্য।
এ বিষয়ে সদিয়া চাঁদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জাহিদ জানান, ভাঙ্গনরোধে শুনেছি একটি প্রকল্প অনুমোদন হলেও কাজ শুরু না হওয়ায় প্রাথমিক বিদ্যালয়সহ চারটি গ্রামের অর্ধশতাধিক ঘরবাড়ি বিলীন হয়েছে। এ জন্য পাউবো কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের চরম গাফিলতি রয়েছে। দ্রুত কাজ শুরুর দাবি জানান তিনি।