ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন যুবলীগকর্মী

 নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, টাঙ্গাইল

প্রকাশিত: ২১:০৭, ১৬ অক্টোবর ২০২২

দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন যুবলীগকর্মী

যুবলীগকর্মী

মির্জাপুরে পদ না পেয়ে কান ধরে উঠবস ও দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন সানোয়ার হোসেন সিকদার নামে এক যুবলীগকর্মী। 

রবিবার সকালে আজগানা ইউনিয়নে খাটিয়ার হাট বাজারে এ ঘটনা ঘটে। সানোয়ার উপজেলার তেলিনা  গ্রামের আব্দুর রাজ্জাক সিকদারের ছেলে। কান ধরে উঠবস ও দুধ দিয়ে গোসলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিলে তা ভাইরাল হয়ে যায়।

জানা গেছে, শনিবার বিকেলে আজগানা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এবিএম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আতিকুল ইসলাম, জাকির হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম ও আবিদ হোসেন শান্ত, আজগানা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ মল্লিক আজগানা ইউনিয়ন যুবলীগের সভাপতি বাদশা সিকদার ও সাধারণ সম্পাদক লতিফ সিকদার উপস্থিত ছিলেন। 

সম্মেলনে খাটিয়ার হাট বাজারের মনোহারী দোকানদার সানোয়ারসহ সভাপতি পদে তিনজন প্রার্থী হন। সম্মেলনের দ্বিতীয়পর্বে সিনিয়র নেতাদের সম্মতিতে রোমান সরকারকে আহবায়ক এবং সুরোজ আল মামুন ও আব্দুল লতিফকে যুগ্ম আহবায়ক করে ১১ সদদ্যবিশিষ্ট এক নম্বর ওয়ার্ড যুবলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটিতে সানোয়ারকে সদস্য রাখা হয়।

এদিকে কাঙ্খিত পদ না পেয়ে  সানোয়ার রবিবার সকালে খাটিয়ার হাট বাজারে জনসমক্ষে কানধরে উঠবস করে দুধ দিয়ে গোসল করে দল থেকে ইস্তফা দেন। এসময় তিনি আওয়ামী লীগকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। 

উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম বলেন, সানোয়ার কখনো ছাত্রলীগ বা যুবলীগ করেননি। সিঙ্গাপুর থেকে চাকুরী শেষে মনোহারী ব্যবসা করেন। সম্মেলনের শেষের দিকে একাকী মোটর সাইকেল যোগে এসে সভাপতি প্রার্থী হন। আমাদের দলের বাইরে থেকে যে কেউ তাকে উস্কানী দিচ্ছে বলে তিনি বলেন।

 
 

এমএস

সম্পর্কিত বিষয়:

×