ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

দোহারে ৫০ লক্ষ মিটার কারেন্ট জালসহ ৭ জেলে আটক

নিজস্ব সংবাদদাতা, দোহার-নবাবগঞ্জ

প্রকাশিত: ১৭:৩৭, ১৬ অক্টোবর ২০২২; আপডেট: ১৭:৩৯, ১৬ অক্টোবর ২০২২

দোহারে ৫০ লক্ষ মিটার কারেন্ট জালসহ ৭ জেলে আটক

কারেন্ট জালসহ আটক জেলেরা। ছবি: জনকণ্ঠ।

ঢাকার দোহার উপজেলার পদ্মা নদীতে কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ি অভিযান চালিয়ে  মা ইলিশ মাছ ধরার সময় প্রায় ৫০ লক্ষ মিটার কারেন্ট জাল ও প্রায় ৪০ কেজি ইলিশ মাছসহ ৭ জেলেকে আটক করেছে।

রবিবার (১৬ অক্টোবর) মধ্যরাত থেকে সকাল ৮টা পর্যন্ত ঢাকা অঞ্চলের নৌ-পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নের্তৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা অঞ্চলের নৌ-পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, মা ইলিশ মাছ শিকাররত অবস্থায় প্রায় ৫০ লক্ষ মিটার কারেন্ট জাল ও প্রায় ৪০ কেজি ইলিশ মাছসহ ৭ জেলেকে আটক করা হয়। পরে জব্দকৃত ইলিশ স্থানীয় একটি এতিম খানায় বিতরণ করা হয়েছে এবং কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত  আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি বলেন, গত ৭ অক্টোবর থেকে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করে আসছি। তারই ধারাবাহিকতায় গত রাতেও অভিযান পরিচালনা করেছি। কুতুবপুর নৌ-পুলিশ ও দোহার থানা পুলিশের বিভিন্ন ইউনিট সার্বক্ষনিক টহল দিয়ে যাচ্ছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এসএইচ

সম্পর্কিত বিষয়:

×