ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মাদারীপুরে ২৫০ শয্যার হাসপাতাল চালুর দাবিতে গণঅনশন

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর 

প্রকাশিত: ১৯:৪২, ১৪ অক্টোবর ২০২২

মাদারীপুরে ২৫০ শয্যার হাসপাতাল চালুর দাবিতে গণঅনশন

গণঅনশন 

মাদারীপুরে ২৫০ শয্যার হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করেছে মাদারীপুরের ২০টি স্বেচ্ছাসেবী সংগঠনসহ নানাশ্রেণি পেশার মানুষ। 
শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে শহরের শকুনী লেকের পাড় শহীদ কানন চত্ত্বরে এ গণঅনশন কর্মসূচি পালন করা হয়। 

‘নিরাপদ চিকিৎসা চাই’ মাদারীপুর জেলার ব্যানারে অনুষ্ঠিত গণঅনশন কর্মসূচিতে সভাপতিত্ব করেন এ্যাভোকেট মশিউর রহমান পারভেজ। এ সময় ২৫০ শয্যার হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর দাবিতে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালীন খলিল বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা মেজর খলিলুর রহমান খান, মাদারীপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি এ্যাডভোকেট খান মো. শহীদ, মাদারীপুর ক্রিকেট ক্লিনিকের প্রতিষ্ঠাতা সভাপতি আমিরুজ্জামান আমির বাবু, মাদারীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন বিলাসসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতারা।  

‘নিরাপদ চিকিৎসা চাই’ মাদারীপুর জেলার নেতা এ্যাভোকেট মশিউর রহমান পারভেজ বলেন, ‘আমরা গত তিন বছর ধরে হাসপাতাল চালুর দাবিতে আন্দোলন করে আসছি। কিন্তু জনস্বার্থে চলমান আমাদের আন্দোলনের প্রতি কর্তৃপক্ষ কোনো সাড়া দেয়নি। তাই যতদিন পর্যন্ত আমাদের দাবি পূরণ করা না হবে, ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। প্রয়োজনে বৃহৎ কর্মসূচিও ঘোষণা করতে পারি।’

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×