সিএনজি পাম্প
গাজীপুর গাছা বড়বাড়ি এলাকায় একটি সিএনজি পাম্পে কাভার্ডভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন আনোয়ারুল ইসলাম (২৭), আলআমিন (২৫) সিরাজুল ইসলাম টুটুল (২৫), পারভেজ (৩৩) ও মিঠু (২৬)।
আনোয়ারুল ইসলাম জানান, তিনি ও আল আমিন গাছা এলাকার "ফাহিম বয়লার" নামে একটি প্রতিষ্ঠানে ওয়েল্ডিং এর কাজ করেন। ডিজেল চালিত একটি কাভার্ডভ্যান নিয়ে বড়বাড়ি এলাকার হাজী ওয়াহিদ ফিলিং স্টেশন যান। ভ্যানটিতে আনুমানিক দেড়শ খালি সিলিন্ডার ছিলো। সেগুলোতেই পাম্প থেকে গ্যাস নেওয়ার কথা ছিলো। গ্যাস নেওয়ার শুরুতেই বিকট এক বিস্ফোরণ ঘটে। এতে গাড়িতে থাকা ৫ জনই দগ্ধ হন।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, ৫ জনের অবস্থাই খুবই আশঙ্কাজনক। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
এসআর