ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন স্থগিত

প্রকাশিত: ১৪:৩৬, ১২ অক্টোবর ২০২২; আপডেট: ১৪:৫০, ১২ অক্টোবর ২০২২

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন স্থগিত

ভোটকেন্দ্র। ছবি: জনকণ্ঠ

ভোটের পরিবেশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপ-নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১২ অক্টোবর)  দুপুরে এ সিদ্ধান্তের কথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

দুপুরে নির্বাচন কমিশন ভবন থেকে সিসিটিভি ক্যামেরায় নির্বাচন পর্যবেক্ষণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কিছু অনিয়ম দেখা গেছে, ওখানে সুষ্ঠুভাবে ভোট হতে দেখা যাচ্ছে না। কোনো কেন্দ্রে অনিয়ম হওয়ার সঙ্গে সঙ্গে ভোটগ্রহণ বন্ধ করে দিচ্ছি।

এর আগে অনিয়মের অভিযোগে ৪৬ ভোটকেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন।

এদিন সকাল সাড়ে ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ৪৬ কেন্দ্রে জালিয়াতির মাধ্যমে গোপন কক্ষে একজনের পরির্বতে আরেকজন ভোট দেওয়ার অভিযোগে এসব কেন্দ্রের ভোট স্থগিত রাখা হয়েছে।

আজ সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোট দিতে কেন্দ্রে আসেন ভোটাররা। তবে প্রতিটি কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম ছিল।

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×