ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সীতাকুণ্ডে ১০০ কেজি ইলিশ মাছ জব্দ

সংবাদদাতা, সীতাকুণ্ড, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:৫৩, ১১ অক্টোবর ২০২২; আপডেট: ২২:০০, ১১ অক্টোবর ২০২২

সীতাকুণ্ডে ১০০ কেজি ইলিশ মাছ জব্দ

ইলিশ সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নে অভিযান

সারাদেশে ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নে কাজ করে যাচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা প্রসাশনসহ উপজেলা মৎস্য অফিস। 

মঙ্গলবার দিনব্যাপী সীতাকুণ্ড উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর এবং বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় উপজেলার বাকখালী ঘাট থেকে ৫০ কেজি ইলিশ মাছ ও  ৪টি মাছ ধরার নৌকা এবং সন্দ্বীপ চ্যানেলের কুমিরা ঘাট থেকে ৫০ কেজি ইলিশ মাছ ও  ৮০ হাজার মিটারের ১০টি টন জাল জব্দ করা হয়। 
জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা এবং দুস্থ গরীবদের মাঝে বিতরন করা হয় এবং জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এদিন অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দীন চৌধুরী,বাংলাদেশ কোস্ট গার্ড কুমিরার কন্টিনজেন্ট কমান্ডার মো. নাসিরুল ইসলাম এবং তথ্য সংগ্রহকারী রাসেল,সাদেকুল ইসলাম এবং মাজহারুল ইসলামসহ প্রমুখ।

এসআর

সম্পর্কিত বিষয়:

×