ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বাউফলে ফেসবুকে পোষ্ট দিয়ে যুবলীগ নেতার অব্যহতি

নিজস্ব সংবাদদাতা, বাউফল

প্রকাশিত: ১০:৫৮, ৯ অক্টোবর ২০২২

বাউফলে ফেসবুকে পোষ্ট দিয়ে যুবলীগ নেতার অব্যহতি

আনিস হাওলাদার

পটুয়াখালীর বাউফলের সূর্যমনি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আনিস হাওলাদার  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে দল থেকে অব্যাহতি নিয়েছেন। 

শনিবার (৮ অক্টোবর) আনিস তার ফেসবুক আইডি থেকে সাধারণ সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেয়ার  বিষয়ে পোস্ট দেন। 

পোস্টে তিনি লেখেন, প্রিয় সূর্যমনি ইউনিয়নের জনগণ আসসালামু আলাইকুম। আমি সূর্যমনি  ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে সেচ্ছায় অব্যাহতি গ্রহণ করিলাম। 

এর আগে তিনি তার একটি ফেসবুক স্ট্যাটাসে লেখেন রাজনৈতিক ক্ষমতা শুধু অর্থনৈতিক সাবলম্বী হওয়ার জন্য নয়। আত্মমর্যাদা রক্ষায়ও ব্যবহার করতে হয়। আরো কিছু লিখতে মন চায়, পরে লিখবো। 

কেনো স্বেচ্ছায় তিনি পদ থেকে অব্যাহতি নিয়েছেন জানতে চাইলে আনিস হাওলাদার উত্তর না দিয়ে কৌশলে এড়িয়ে যান। 

এমএইচ

×