ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সাতক্ষীরায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত: ১০:৪৪, ৯ অক্টোবর ২০২২

সাতক্ষীরায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএসএফ

সাতক্ষীরার কুশখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাসানুর রহমান (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রবিবার (৯ অক্টোবর) ভোর ৪টার দিকে খৈতলা সীমান্তের বিপরীতে ভারতের কৈজুরী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাসানুর রহমান উপজেলার কুশখালী গ্রামের হায়দার আলীর ছেলে। হায়দার আলী জানান, কয়েকদিন আগে সীমান্ত পার হয়ে ভারতে আত্মীয়র বাড়িতে বেড়াতে যান হাসানুর। আজ ভোরে কয়েকজনের সঙ্গে সীমান্ত হয়ে দেশে ফিরছিলেন। পথে কৈজুরী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে হাসানুর বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

তিনি জানান, হাসানুরের সঙ্গীরা তাকে উদ্ধার করে ভোর সোয়া ৬টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় রেফার করেন। সকাল সাড়ে ৭টার দিকে খুলনা সার্জিক্যাল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক হাসানুরকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বলেন, ‘বিষয়টি আমরা খোঁজ নেয়ার চেষ্টা করছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

এমএইচ

×