পদবঞ্চিতদের ঝাড়ু মিছিল
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুধ দিয়ে গোসল কাণ্ডের পর সদ্য ঘোষিত উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে পদবঞ্চিত একাংশের নেতাকর্মীরা।
শনিবার (৮ অক্টোবর) দুপুরে বিক্ষুব্ধরা উপজেলা পরিষদের সামনে থেকে ঝাড়ু মিছিল নিয়ে পৌরশহর বাজার প্রদক্ষিণ করে। এ সময় তারা পাকুন্দিয়া-মির্জাপুর, পাকুন্দিয়া-মঠখোলার তিন রাস্তা মোড়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে। এতে আধা ঘণ্টার জন্য ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরে নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সংবাদ সম্মেলন করেন।
জানা গেছে, দীর্ঘ ১২ বছর পর গত বুধবার (৫ অক্টোবর) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ ওমান খান স্বাক্ষরিত ১৯ সদস্য বিশিষ্ট পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে নাজমুল আলমকে সভাপতি ও তোফায়েল আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই কমিটি গঠনের পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পদবঞ্চিত নেতাকর্মীরা। এমনকি কমিটির ১নং সহ-সভাপতি আরমিন আহমেদ দুধ দিয়ে গোসল করে সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে রাজনীতি থেকে বিদায় জানায়।
তার দাবি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কমিটির নেতাকে উপজেলা ছাত্রলীগর নতুন কমিটির সভাপতি করা হয়েছে। তাই তার পেছনে রাজনীতি করতে পারবেন না। এ জন্য তিনি দুধ দিয়ে গোসল করে কলঙ্কমুক্ত হতে চেয়েছেন। আর পদবঞ্চিত একাংশের নেতাকর্মী আজ সেই কমিটি বাতিলের দাবিতে রাজপথে নেমেছেন।
বিক্ষুব্ধ মিছিল শেষে পদবঞ্চিত নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সংবাদ সম্মেলন করেন। এ সময় ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন ও সাকিবুল হাসান মুন্না অভিযোগ করে বলেন, পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগ কমিটিতে ছাত্রদলের কর্মী ছাড়াও যারা ছাত্র না এবং মাদক অপরাধের সঙ্গে জড়িত তারা রয়েছে। ত্যাগী নেতাদের মূল্যায়ণ করা হয়নি। এ জন্য ছাত্রলীগের ত্যাগী নেতাকর্মীরা মাঠে নেমেছে। বিতর্কিত এই কমিটি বাতিল না হওয়া পর্যন্ত তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দেন।
এমএইচ