ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

আশুলিয়ায় মোবাইল ভাঙ্গার বিচার শেষে নারীকে গণধর্ষণ, গ্রেফতার ২

নিজস্ব সংবাদদাতা, সাভার 

প্রকাশিত: ১১:২৬, ৮ অক্টোবর ২০২২

আশুলিয়ায় মোবাইল ভাঙ্গার বিচার শেষে নারীকে গণধর্ষণ, গ্রেফতার ২

আশুলিয়া

আশুলিয়ায় মোবাইল ভাঙ্গার বিচার শেষে এক নারীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে আশুলিয়ার বুড়ির বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার পেগইল মধ্যপাড়া গ্রামের আনসার আলীর ছেলে মো. ফেরদৌস খন্দকার (৩৮) ও দিনাজপুর জেলার পারবর্তীপুর থানার খোপতল গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মাসুদ আবেদীন (৩০)। তারা বেসরকারি সিকিউরিটি প্রতিষ্ঠান জিফোরএস এর একজন নিরাপত্তাকর্মী ও অপরজন কর্মকর্তা ।

জানা গেছে, ভুক্তভোগী ওই নারী আশুলিয়ার ডিইপিজেড এরিয়ার একটি প্রতিষ্ঠানের নারী নিরাপত্তাকর্মী হিসাবে কাজ করেন। এ সুবাদে আশুলিয়ার বুড়িরবাজার এলাকায় কোম্পানীর মেসে অন্যান্য নারী সহকর্মীদের সাথে থাকেন। গত ৬ অক্টোবর মেসের অপর এক নারীর সঙ্গে তার ঝগড়া হলে ভুক্তভোগীর মোবাইল ভেঙে ফেলে। 
এ ঘটনার পর পাশের বাসার নিচতলাতে ভাড়া নিয়ে থাকা একই প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী ও কর্মকর্তার কাছে মোবাইল ভাঙার বিচার দেন ভুক্তভোগী। 

এসময় তার অন্যান্য সহকর্মীকে সাথে নিয়ে তাদের কক্ষে যেতে বলেন। ভুক্তভোগী কথা মতো তাদের কক্ষে গেলে মোবাইল ভাঙ্গার বিচার করে দেন। একই সাথে ভুক্তভোগীকে বাদে অন্যান্যদের চলে যেতে বলেন। পরে কৌশলে দরজা আটকে দিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন অভিযুক্তরা।  ৭ অক্টোবর সকালে এ ঘটনায় থানায় মামলা দায়ের করলে রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ ।

তাসমিম

×