ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

প্রতিমা বিসর্জন চলাকালে ব্রহ্মপুত্র নদে ডুবে যুবকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, জামালপুর

প্রকাশিত: ১১:১২, ৬ অক্টোবর ২০২২

প্রতিমা বিসর্জন চলাকালে ব্রহ্মপুত্র নদে ডুবে যুবকের মৃত্যু

মৃত ব্যক্তির প্রতীকী ছবি

জামালপুরে ব্রহ্মপুত্র নদে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন চলাকালে নদের পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে।  বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। যুবকের নাম মো. আকাশ (২০)।

আকাশ জামালপুর সদর উপজেলার নান্দিনা খড়খড়িয়া এলাকার সোজাউর রহমানের ছেলে। পেশায় তিনি একজন মোটরসাইকেল মিস্ত্রি ছিলেন। 

নিহতের পরিবার সূত্র জানায়, জামালপুর সদরের নান্দিনা খড়খড়িয়া এলাকার মো: আকাশ তার বন্ধুদের সঙ্গে বুধবার সন্ধ্যায় ব্রহ্মপুত্র নদের ফেরিঘাট এলাকায় দুর্গাপূজার প্রতিমা বিজর্সন দেখতে যায়। এ সময় বন্ধুদের সঙ্গে আকাশও নদের পানিতে নামে। কিন্তু মুহূর্তের মধ্যেই সে পানিতে ডুবে যায়। 

স্থানীয়রা জামালপুর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি ও উদ্ধারকর্মীরা প্রায় ঘন্টাখানেক অনুসন্ধান চালিয়ে তাকে মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো: শাহনেওয়াজ জনকণ্ঠকে বলেন, ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে মৃত মো: আকাশের মরদেহ তার পরিবারের স্বজনরা নিয়ে গেছে।  এ ব্যাপারে মৃতের স্বজনরা থানায় কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


 

এসআর

×