ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

ধর্মগড় সীমান্তে বিএসএফ’র গুলিতে যুবক আহত

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

প্রকাশিত: ১৮:৩২, ৫ অক্টোবর ২০২২; আপডেট: ১৮:৩৩, ৫ অক্টোবর ২০২২

ধর্মগড় সীমান্তে বিএসএফ’র গুলিতে যুবক আহত

বিএসএফ’র গুলিতে যুবক আহত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে ইউসুফ আলী (১৭) নামের বাংলাদেশী এক যুবক আহত হয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার ধর্মগড় ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান,  বিকেলে শাহানাবাদ গ্রামের আকবর আলী’র ছেলে ইউসুফ আলীসহ তিন যুবক গরুর ঘাস কাটতে বাংলাদেশ অভ্যন্তরে ধর্মগড় সীমান্তের ৩৭৩ নম্বর পিলারের কাছে যায়। 

এসময় ভারতীয় ডাঙ্গীপাড়া ক্যাম্পের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের গুলি ছুড়লে যুবক ইউসুফ আহত হয়। আহত যুবক বর্তমানে ঠাকুরগাঁওয়ের একটি বে-সরকারি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। 

ধারণা করা হচ্ছে বাকি দুই যুবক আত্মগোপন করেছে এবং তারা আহত হয়েছে কিনা, এমনকি তাদের নাম ঠিকানাও জানা সম্ভব হয়নি বলে তিনি জানান। তবে ঘটনার পর বিজিবি সীমান্তে টহল বৃদ্ধিসহ সতর্ক অবস্থান গ্রহণ করেছে।
 
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত যুবক ইউসুফ আলী চিকিৎসাধীন রয়েছে। অপর দুই যুবকের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

সম্পর্কিত বিষয়:

×