ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সাজেকে পাহাড় ধস, আটকা হাজারো পর্যটক

প্রকাশিত: ১৫:১৩, ৫ অক্টোবর ২০২২; আপডেট: ২১:৪৪, ৫ অক্টোবর ২০২২

সাজেকে পাহাড় ধস, আটকা হাজারো পর্যটক

কাজ করছে সেনা সদস্যরা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নন্দারামে পাহাড় ধসে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। ফলে আটকা পড়েছেন কয়েক হাজার পর্যটক।

বুধবার (৫ অক্টোবর) সকালে হঠাৎ করে সাজেকের নন্দ রামপাড়ায় রাস্তার ওপর একটি পাহাড় ধসে পড়ে।

জানা গেছে, যান চলাচল স্বাভাবিক করতে বুধবার সকাল থেকে সেনাবাহিনী পাহাড়ের মাটি সরাতে কাজ করছে। পাহাড় ধসের কারণে পূজার ছুটিতে সাজেকে যাওয়ার সময় এবং সাজেকে বেড়ানো শেষে ফেরার সময় পর্যটকরা আটকা পড়েছেন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমনা আক্তার জানান, মঙ্গলবার দিবাগত রাতে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত সড়ক পরিষ্কারের জন্য ২০-ইসিবি কাজ শুরু করেছে।

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×