ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

পর্যটকের উপচেপড়া ভিড় কুয়াকাটায়

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১৭:২৫, ৩ অক্টোবর ২০২২

পর্যটকের উপচেপড়া ভিড় কুয়াকাটায়

কুয়াকাটা সমুদ্র সৈকত। ছবি: জনকণ্ঠ

কখনো ভারী, কখনো মাঝারি ধরনের বৃষ্টি। রবিবার (২ অক্টোবর) রাত থেকে কলাপাড়া পায়রা বন্দরসহ উপকূলে থেমে থেমে এমন আবহাওয়া বিরাজ করছে। এরই মধ্যে কুয়াকাটায় পর্যটক দর্শনার্থীর উপচেপড়া ভিড়। 

সকাল দশটা থেকে দুপুর গড়িয়ে বেলা ২টা পর্যন্ত কুয়াকাটায় জিরো পয়েন্ট থেকে পূর্ব দিকে প্রায় এক কিলোমিটার এলাকায় গোসলে মত্ত ছিল হাজারো পর্যটক। সাগর লঘুচাপের প্রভাবে উত্তাল রয়েছে। অধিকাংশ হোটেল মোটেল পর্যটকে পরিপূর্ণ। 

কুয়াকাটা সৈকতের বেলাভূমে বিকেল থেকে ভিড় ক্রমশ বাড়ছে। কেনাকাটাও করতে ব্যস্ত রয়েছেন কেউ কেউ। তবে খাবার হোটেলে অতিরিক্ত টাকা নেয়া হচ্ছে বলে আগতদের অভিযোগ পাওয়া গেছে। 

এসআর

সম্পর্কিত বিষয়:

×