ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

স্ত্রীর অধিকার পেতে স্বামীর বাড়িতে অনশন, স্বামী পালাতক

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও 

প্রকাশিত: ১৭:৫৬, ২৭ সেপ্টেম্বর ২০২২; আপডেট: ১৮:৩০, ২৭ সেপ্টেম্বর ২০২২

স্ত্রীর অধিকার পেতে স্বামীর বাড়িতে অনশন, স্বামী পালাতক

স্ত্রীর দাবীতে অনশন

ঠাকুরগাঁও সদর উপজেলা রহিমানপুর ইউনিনের আরাজী পাইক পাড়া গ্রামে মুরাদ হোসেন নামের এক যুবকের বাড়িতে ঢুকে তার কাছে স্ত্রীর অধিকার পেতে আনজুমান আক্তার নামের এক নারী অবস্থান নিয়ে চার দিন থেকে অনশন করছে ।

অনশনে বসা ওই নারী আনজুমান আক্তার একই এলাকার তোফাজুল হকের মেয়ে । আনজুমা আক্তার তার স্বামীর বাড়িতে অবস্থানের পর পরই কৌশলে বাড়ি থেকে পালিয়ে
গেছে।

এই ঘটনার খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে বুঝিয়ে তার বাবার বাড়িতে ফিরে যাওয়ার অনুরোধ করে ব্যর্থ হয়ে চলে গেছে। আনজুমান আক্তার জানায়, প্রেমের সম্পর্কের কারণে সে তার প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে ইসলামী শরিয়ত মোতাবেক কাজীর মাধ্যমে বিয়ে করে তার প্রমিক মুরাদ হোসেনকে। বিয়ের পর তারা গোপনে সংসার করে পরে এলাকায় ভাড়া করা

বাড়িতে বেশ কিছুদিন বসবাস করে। কিন্তু কিছু দিন পর তার স্বামী তাকে না বলে ভাড়া বাসায় তাকে ফেলে রেখে চলে এসেছে। পরবর্তীতে সে তার স্বামীর বাড়িতে এলে তার শ্বশুর বাড়ির লোকজন তাকে মারপিট ও অমানসিক নির্যাতন করে তাকে তাড়িয়ে দেয়। এ নিয়ে সামাজিক বিচার-শালিসী হলেও তারা তাকে বাড়িতে তুলছে না। এক পর্যায়ে আনজুমান আক্তার তার স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে আদালতে মামলা মামলা করতে চাইলে তাকে প্রাণনাশের হুমকী
দেয়। 

এ বিষয়ে মুরাদ হোসেনকে ফোন করা হলে সে আনজুমান আক্তারকে মেনে নেওয়া তো দুরের কথা উল্টো মিথ্যে মামলা দিয়ে ফাঁসানোর হুমকি প্রদান করে। তাই কোনো উপায়ন্তর না পেয়ে স্ত্রীর অধিকার আদায়ে স্বামীর বাড়িতে অবস্থান করছে এবং এর মীমাংসা না হওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করবে বলে জানায়।

এমএস

সম্পর্কিত বিষয়:

×