ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

এক ইলিশ পাঁচ হাজার টাকায় বিক্রি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১৯:১৩, ২৬ সেপ্টেম্বর ২০২২

এক ইলিশ পাঁচ হাজার টাকায় বিক্রি

ইলিশ মাছ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর সমুদ্রে নামবিহীন একটি ট্রলারে জেলেদের জালে ধরা পড়েছে দুই কেজি ৭২০ গ্রাম ওজনের একটি ইলিশ। 

এটি সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে আলীপুর ফিশারি ঘাটে ট্রলার মালিক বশির সরদার পাঁচ হাজার টাকায় বিক্রি করেছেন। কারিমা ফিস আড়তের মালিক মুজিবুর রহমান মাছটি কিনেছেন।

তিনি জানান, বশির নামের এক জেলের জালে ২ কেজি ৭২০ গ্রাম ওজনের ইলিশটি ধরা পড়ে। তিনি পাঁচ হাজার টাকায় ইলিশটি কিনেছেন। বিক্রির জন্য ঢাকায় পাঠিয়েছেন।

বশির সরদার জানান, চার-পাঁচদিন আগে আলীপুর বন্দর থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যান তারা। গত কয়েকদিনে বেশ কয়েকবার মাছের সন্ধানে জাল ফেলেছেন। তাতে এক কেজি থেকে ১ কেজি ৭০০ গ্রামের প্রায় ১০০ পিস মাছ পেয়েছেন। এছাড়া ২ কেজি ৭২০ গ্রামের একটি বড় ইলিশও পান।
 

এসআর

সম্পর্কিত বিষয়:

×