ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

করতোয়ায় নৌকাডুবিতে মৃ‌ত বেড়ে ৪৭

প্রকাশিত: ১৫:৪২, ২৬ সেপ্টেম্বর ২০২২; আপডেট: ১৮:১১, ২৬ সেপ্টেম্বর ২০২২

করতোয়ায় নৌকাডুবিতে মৃ‌ত বেড়ে ৪৭

প্রিয়জনদের খোঁজে স্বজনরা।

পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃ‌তের সংখ‌্যা বে‌ড়ে দাঁড়ি‌য়ে‌ছে ৪৭ জনে। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত পঞ্চগড় ও দিনাজপুর জেলার কর‌তোয়া এবং আত্রাই নদীর বি‌ভিন্ন স্থান থে‌কে এসব মর‌দেহ উদ্ধার করা হয়। এখনও প্রায় অর্ধশত ব‌্যক্তি নি‌খোঁজ র‌য়ে‌ছেন।

বোদা উপ‌জেলার মা‌ড়েয়া ইউ‌নিয়ন প‌রিষ‌দে স্থা‌পিত জরুরি তথ‌্য ও সহায়তা কে‌ন্দ্রের দা‌য়িত্বরত কর্মকর্তারা জানান, সোমবার দুপুর ২টা পর্যন্ত ২১ নারী, ১১ শিশু এবং সাত পুরুষসহ ৪৭ জনের মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। তাদের ম‌ধ্যে সাত জ‌নের মর‌দেহ ভে‌সে গি‌য়েছিল দিনাজপু‌রের আত্রাই নদী‌তে। সেখান থেকে মরদেহগুলো উদ্ধার করা হ‌য়ে‌ছে। 

নৌকাডু‌বির ঘটনায় রবিবার ২৫ এবং সোমবার সকাল থে‌কে দুপুর পর্যন্ত ১৪ মর‌দেহ উদ্ধার করা হয়। এ নি‌য়ে দুই দি‌নে ৪৭ মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। এখনও নি‌খোঁজ র‌য়ে‌ছেন প্রায় অর্ধশত ব‌্যক্তি। ঘটনাস্থ‌লের আ‌শপা‌শে দ্বিতীয় দি‌নের ম‌তো উদ্ধার অভিযান চালা‌চ্ছে ফায়ার সা‌র্ভিসের ডুব‌রি দ‌লের তিন‌টি ইউ‌নিট। স্থানীয় ব‌্যক্তিরাও নৌকা নি‌য়ে উদ্ধা‌র কা‌জে অংশ ‌নি‌য়ে‌ছেন।

নৌকাডুবির ঘটনায় রবিবার ২৫ এবং সোমবার দুপুর পযন্ত আরও ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলের আশেপাশে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবরি দলের তিনটি ইউনিট।

এমএইচ

×