জেল
মির্জাপুরে এসএসসি পরীক্ষা চলাকালীন মোবাইল ফোনে প্রশ্নপত্র পাওয়ার অপরাধে এক পরীক্ষার্থীর বাবাকে ৬ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শনিবার উপজেলার বাঁশতৈল মনসুর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পদার্থ বিজ্ঞান পরীক্ষা চলাকালে এই কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান। দন্ডপ্রাপ্ত বাবার নাম ইয়াছিন সিকদার। তাঁর বাড়ি উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাঁও গ্রামে।
জানা গেছে, ওই কেন্দ্রটি থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে ইয়াছিন সিকদারের ছেলে তামিম সিকদার। শনিবার পরীক্ষার বিষয় ছিল পদার্থ বিজ্ঞান। পরীক্ষা শুরুর এক ঘন্টার মধ্যে প্রশ্নপত্র ইয়াসিন সিকদারের মোবাইল ফোনে চলে আসে। বিষয়টি জানতে পেয়ে ওই এলাকায় অভিযান চালান ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের বিচারক ইয়াসিন সিকদারের মোবাইল ফোনটি জব্দ করেন এবং তাকে আটক করেন। পরে চলমান পরীক্ষা পদার্থ বিজ্ঞানের প্রশ্নপত্র তাঁর মোবাইলে পাওয়ার পর তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারদন্ড দেন ভ্রাম্যমান আদালতের বিচারক।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, ইয়াছিন সিকদারকে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০ এর ১১(খ), (গ) ধারা অনুযায়ী ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
এমএস