ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

করিমগঞ্জে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ

প্রকাশিত: ২০:৫২, ২৩ সেপ্টেম্বর ২০২২

করিমগঞ্জে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জ বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে খাদিজা (২) ও আনাছ (২) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের গাঙ্গাইল পাঠানপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে। করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত খাদিজা গাঙ্গাইল পাঠানপাড়া গ্রামের রমেজ আলীর মেয়ে ও আনাছ একই গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই-বোন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে বাড়ির পাশে খাদিজা ও আনাছ অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। একপর্যায়ে সবার অজান্তে তারা বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাচ্ছিল না।

পরে বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থায় ওই দুই শিশুকে দেখতে পায়। খবর পেয়ে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কতর্বরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন।

এমএইচ

×