ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মুছে দেয়া হলো ক্রস, ভাঙা হচ্ছে না সাফজয়ী মাসুরার বাড়ি

প্রকাশিত: ১৫:৩১, ২২ সেপ্টেম্বর ২০২২

মুছে দেয়া হলো ক্রস, ভাঙা হচ্ছে না সাফজয়ী মাসুরার বাড়ি

সাফজয়ী মাসুরার বাড়ি ক্রস চিহ্ন মুছে দেয়া হলো

সাতক্ষীরার ফুটবলার সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী ডিফেন্ডার  মাসুরা পারভীনের ঘরের দেয়ালে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের দেওয়া ক্রস চিহ্ন মুছে ফেলা হয়েছে। তার বাড়িটি আর উচ্ছেদ করা হবে না।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সওজ কর্তৃপক্ষের দেওয়া এই লাল ক্রস চিহ্ন মুছে ফেলা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে সদর উপজেলার ১৩নং লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো আব্দুল আলিম এটি মুছে দেন।

এর আগে, সরকারি জমিতে অবৈধ স্থাপনা দাবি করে ওই বাড়িতে ক্রস চিহ্ন দেন সড়ক ও জনপথ বিভাগ। এরপর ‘ভেঙে ফেলা হতে পারে সাফজয়ী মাসুরার ঘর, দুশ্চিন্তায় পরিবার’ শিরোনামে গনমাধ্যমে  সংবাদ প্রকাশ হলে  উচ্ছেদের চিহ্নটি মোছা হয় মাসুরাদের ঘর থেকে।

মাসুরার বাবা রজব আলী বলেন, ‘এই দাগ দেওয়ার পর থেকে খুবই চিন্তায় ছিলাম। বিষয়টি  প্রশাসনের নজরে এলে তারা সেটি মুছে ফেলার উদ্যোগ দিয়েছে। সাংবাদিকদের প্রতি চির কৃতজ্ঞ।’

সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির  বলেন, ‘যতদিন না পর্যন্ত মাসুরার পরিবার নিজেদের বাড়ি বাংলাদেশ সড়ক বিভাগের নির্ধারিত জায়গা থেকে সরিয়ে নতুন বাড়ি করবেন ততদিন পর্যন্ত তাদের (সওজ) কাজ স্থগিত রাখার নির্দেশ করা গেলো।’

এ সময় সাতক্ষীরা সদর ১৩ নং লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম বলেন, ‘মাসুরা পারভীন শুধু সাতক্ষীরার গর্ব না, আমাদের লাবসা ইউনিয়ন পরিষদের অহংকার। আমি নিজে হাতে সওজের দেওয়া লাল ক্রস মুছে ফেলেছি। তার জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অবশ্যই সুনজর থাকবে।’

সাতক্ষীরা শহর থেকে চার কিলোমিটার দূরে বেতনা নদীর তীরে বিনেরপোতা এলাকায় মাসুরাদের বাড়ি। সেখানে তার মা-বাবা ও দুই বোন বসবাস করেন।


 

টিএস

সম্পর্কিত বিষয়:

×