ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজার মৃত্যু

 নিজস্ব সংবাদদাতা, জামালপুর

প্রকাশিত: ১৯:৩২, ১৮ সেপ্টেম্বর ২০২২; আপডেট: ১৯:৩৩, ১৮ সেপ্টেম্বর ২০২২

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজার মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা সায়েদ আলী ও ভাতিজা সুলতান মিয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বকশীগঞ্জ পৌরসভার সওদাগরপাড়ায় রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্র জানায়, বকশীগঞ্জ  পৌরসভার সওদাগরপাড়ার কুবাত আলীর ছেলে সুলতান মিয়া (৪৫) রবিবার দুপুরে নিজ বাড়িতে গোসলখানায় গোসল করতে যান। গোসলখানায় বিদ্যুৎচালিত পানির মোটরের তার লিকেজ থাকায় সুলতান মিয়া বিদ্যুতায়িত হয়ে পড়ে যান। ঘটনা দেখে তার চাচা সায়েদ আলী(৫৫) সুলতান মিয়াকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। 

পরে প্রতিবেশিরা তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জনকন্ঠকে জানান, নিজেদের গোসলখানায় বিদ্যুতায়িত হয়ে দুজন মারা যাওয়ার কথা শুনেছি। এটি একটি দুর্ঘটনা। তবে এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি। 

এমএস

সম্পর্কিত বিষয়:

×