ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

লালপুরে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

সংবাদদাতা,লালপুর

প্রকাশিত: ১২:২১, ১৮ আগস্ট ২০২২

লালপুরে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে আলিফ() শান্ত() নামের দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।বুধবার বিকেলে উপজেলার আড়বাব ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামে এই ঘটনা ঘটে। আলিফ ওই গ্রামের সাজেদুল ইসলামের ছেলে এবং শান্ত একই গ্রামের শাহিনুর রহমানের ছেলে। শিশু দুই জন বাড়ীর আঙ্গীনায় খেলা করছিলো। এসময় সবার অজান্তে বাড়ীর পাশে থাকা পুকুরের পানিতে শিশু দুজন পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানা গেছে।

×