ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

ধামরাইয়ের ঢুলিভিটা স্নোটেক্স আউটার ওয়্যার লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে

ধামরাইয়ে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ১৮:২১, ১৪ আগস্ট ২০২২; আপডেট: ১৯:০৩, ১৪ আগস্ট ২০২২

ধামরাইয়ে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ২

সংঘর্ষে উল্টে গেছে পিকআপ।

ধামরাইতে কাভার্ডভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এছাড়া অন্তত ৫ জন আহত হয়েছেন। হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। 

রবিবার (১৪ আগস্ট) বিতেল তিনটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা স্নোটেক্স আউটার ওয়্যার লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

সাভার হাইওয়ে থানার ওসি আজিজুল হক বলেন, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও পিকআপ জব্দ করা হয়েছে। 

গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানান ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার আহমেদুল হক তিতাস।

×