ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

বদলে যাবে চার স্টেশনের চিত্র ॥ বাড়বে আয়ের উৎস

যশোর-ঢাকা রেলপথ পদ্মবিলায় হচ্ছে নতুন জংশন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস

প্রকাশিত: ২৩:৩৩, ২৫ জুলাই ২০২২

যশোর-ঢাকা রেলপথ পদ্মবিলায় হচ্ছে নতুন জংশন

রেলপথের রূপদিয়া এলাকায় মাটি

ঢাকা-যশোর রেলপথ প্রকল্পের কল্যাণে ভাগ্য খুলে যাবে যশোর অঞ্চলের মানুষেরবিশেষ করে বদলে যাবে যশোরের রূপদিয়া অঞ্চলএতে কর্মসংস্থানের পাশাপাশি বাড়বে মাথাপিছু আয়যে কোন ভারি পণ্য আমদানি ও রফতানির সুযোগ কাজে লাগিয়ে নতুন আয়ের উস পাবে যশোর অঞ্চলের মানুষএ অঞ্চলে উপাদিত সব কৃষি ও শিল্পপণ্য পরিবহন, বিপণন সহজ হবে ফলে আঞ্চলিক বাণিজ্য সমৃদ্ধ হবে, সময় ও অর্থ সাশ্রয় হবে

উন্নত যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি হওয়ায় নতুন কল-কারখানা চালু হওয়ার সম্ভাবনা  তৈরি হবে পাশাপাশি স্থানীয় জনগণের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবেএ ছাড়াও স্থানীয় জনগণ উন্নততর স্বাস্থ্যসেবা, শিক্ষা ও প্রশিক্ষণের জন্য খুব সহজেই রাজধানী ঢাকায় যেতে পারবেন

যশোরে চার রেলস্টেশন ঘিরে পাল্টে যাচ্ছে দৃশ্যপটহতে যাচ্ছে এক নব অধ্যায়ের সূচনাজেলার বাঘারপাড়ার জামদিয়া ও পদ্মবিলায় হচ্ছে অত্যাধুনিক স্টেশনআর সিংঙ্গিয়া-রূপদিয়া স্টেশন হচ্ছে সর্বাধুনিক ও নান্দনিকএরই মধ্যে এই চার স্টেশন ঘিরে শুরু হয়েছে কর্মযজ্ঞপদ্মবিলায় হচ্ছে দৃষ্টিনন্দন জংশনএই রেলপথের ভূমি অধিগ্রহণের কাজ প্রায় শেষ হয়েছেআবার কোথায় চলছে অবকাঠামো নির্মাণে তোড়জোড়

পদ্মা সেতু প্রকল্প সূত্রে জানা গেছে, স্বপ্নের এ সেতুর ওপর দিয়ে রেল চলাচলের জন্য ঢাকার কমলাপুর থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হচ্ছেদীর্ঘ এ পথে থাকছে ২০টি অত্যাধুনিক রেলস্টেশনএর মধ্যে যশোরেই রয়েছে চারটিজামদিয়া ও পদ্মবিলায় হবে নতুন দুটি স্টেশনএরই মধ্যে জমি অধিগ্রহণের যৌথ জরিপের কাজ শেষ হয়েছে

কোথাও অধিগ্রহণ শেষে জমি মালিকদের টাকাও প্রদান করা হয়েছেআর অল্প কিছু জমি অধিগ্রহণের কাজ বাকি ছিল, সেটা গত মে মাসে শেষ হয়েছেসিংঙ্গিয়া-রূপদিয়া স্টেশনও হবে সর্বাধুনিক

সূত্র জানায়, এসব স্টেশনে এক প্ল্যাটফরম থেকে অন্য প্ল্যাটফরমে যেতে ভোগান্তি থাকবে নাবয়স্ক ও প্রতিবন্ধীদের ব্যবহারে উপযোগী হবেবর্তমানে প্ল্যাটফরম নিচু থাকায় ট্রেনে উঠতে পোহাতে হয় নানা দুর্ভোগএসব স্টেশনে থাকবে ফুটওভারব্রিজ, চলন্ত সিঁড়ি ও লিফটনারী ও পুরুষের জন্য থাকবে আলাদা টয়লেট সুবিধা

নামাজের জায়গাসহ প্রতিবন্ধীদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থাফলে প্রতিবন্ধীরা কারও সহযোগিতা ছাড়াই নিরাপদে স্টেশন ব্যবহার করতে পারবেনপদ্মা সেতুতে যুক্ত হওয়া যশোরের ৪টিসহ ২০টি স্টেশনই হবে আধুনিক ও নান্দনিকআর এটা হলে বদলে যাবে ওই এলাকার দৃশ্যপটঅর্থনীতি ও যোগাযোগে এক নতুন দিগন্ত উন্মোচন হবে

এ ব্যাপারে যশোর সদরের বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল বলেন, তার ইউনিয়নের মধ্যে পদ্মবিলায় আধুনিক রেল জংশন হচ্ছেফলে এখনই এলাকাটি বদলে যেতে শুরু করেছে

জমির দাম বেড়ে গেছেদোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলাসহ বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এ জনপদের মানুষজেলার বাঘারপাড়ার জামদিয়ায় হচ্ছে পদ্মা সেতু প্রকল্পের আরও একটি রেলস্টেশনক্ষণে ক্ষণে পাল্টে যাচ্ছে সেখানকার পরিবেশজামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত বলেন, রেলস্টেশন নির্মাণ ঘিরে চলছে কর্মযজ্ঞএ অঞ্চলের অর্থনীতি বদলে যাচ্ছে

নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে উঠছেবেড়ে গেছে ঘরভাড়াযশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান জানান, জমি অধিগ্রহণ প্রায় শেষের পথেজমি মালিকদের টাকাও প্রদানও করা হয়েছেঅল্প কিছু জমি অধিগ্রহণ শেষের দিকে

প্রকল্প সূত্রে জানা গেছে, ঢাকার কমলাপুর থেকে গে-ারিয়া তৃতীয় ডুয়েলগেজ লাইন, ভাঙ্গা জংশনে ওভারহেড স্টেশন, কমলাপুরের টিটিপাড়ায় আন্ডারপাস, নড়াইলের তুলারামপুরে নতুন আন্ডারপাস এবং ভাঙ্গা স্টেশনে আন্ডারপাস নির্মাণ করা হবেযেসব স্টেশনে আন্ডারপাসের মাধ্যমে এক প্ল্যাটফরম থেকে অন্য প্ল্যাটফরমে যাওয়া যাবে, সেখানে লিফট ও চলন্ত সিঁড়ি থাকবে নামাওয়া, পদ্মবিল, কাশিয়ানি, রূপদিয়া স্টেশনগুলোতে অপারেশনাল সুবিধা বাড়ানো হবে

এ ছাড়া রেলস্টেশনের স্টাফসহ অন্যদের আবাসন সুবিধা নিশ্চিত করতে ১০টি স্টেশনে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত রেসিডেন্স বিল্ডিং বা আবাসিক ভবন গড়ে তোলা হবেএ স্টেশনগুলো হলোÑ নিমতলা, শ্রীনগর, মাওয়া, পদ্মা, শিবচর, ভাঙ্গা জংশন, লোহাগড়া, জামদিয়া, নড়াইল ও পদ্মবিলা জংশন

পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (ওয়ে এ্যান্ড ওয়ার্ক) আবু ইউসুফ মোহাম্মদ শামীম বলেন, ‘রেল সংযোগটি ঢাকার কমলাপুর থেকে শুরু হবে, এরপর নারায়ণগঞ্জে যাবেগে-ারিয়া হয়ে চলে যাবে শ্যামপুরেনারায়ণগঞ্জের পাগলা হয়ে ডান দিকে মোড় নেবেসেখান থেকে বুড়িগঙ্গা পার হয়ে লাইন কেরানীগঞ্জে ঢুকবেকেরানীগঞ্জ পার হয়ে মুন্সীগঞ্জের মাওয়া হয়ে পদ্মা সেতু দিয়ে জাজিরায় পৌঁছবেপ্রকল্পের নক্সা ও লক্ষ্য অনুযায়ী এ রুটে গতি থাকবে ঘণ্টায় ১২০ কিলোমিটার

×