ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

চাকরির প্রলোভনে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ধর্ষক গ্রেফতার

 স্টাফ রিপোর্টার, গলাচিপা, পটুয়াখালী

প্রকাশিত: ১০:৩৫, ২১ জুলাই ২০২২

চাকরির প্রলোভনে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ধর্ষক গ্রেফতার

গ্রেফতার দুই ধর্ষক

পটুয়াখালীর গলাচিপায় চাকরির প্রলোভন দিয়ে ১৫ বছরের এক কিশোরীকে দুই যুবক সংঘবদ্ধ ধর্ষণ করেছে পুলিশ অভিযুক্ত দুই যুবক উপজেলার ডাকুয়া ইউনিয়নের আটখালী গ্রামের রিয়াজ হাওলাদার রাব্বী গাজীকে গ্রেফতার করেছে গ্রেফতারের পর যুবকরা পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ স্বীকার করেছে

ধর্ষণের শিকার কিশোরীর দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, গজালিয়া ইউনিয়নের চর চন্দ্রাইল গ্রামের জনৈক নওমুসলিমের মেয়ে ওই কিশোরীকে চাকরির প্রলোভন দিয়ে গত ১৭ জুলাই অভিযুক্ত  দুই যুবক ঢাকায় নিয়ে যায় সেখানে দু'দিন থাকার পর চাকরি দিতে না পাড়ায় কিশোরীর ইচ্ছেনুযায়ী লঞ্চে বুধবার (২০ জুলাই) সকালে গলাচিপা ফিরে আসে সেখান থেকে  গোলখালী ইউনিয়নের চর সুহরী গ্রামে জনৈক হাকিম দফাদারের খালি বসতঘরে এনে তাকে তারা উপর্যুপরি ধর্ষণ করে এক পর্যায়ে ধর্ষিতা কিশোরী দৌড়ে পালিয়ে পার্শ্ববর্তী নিমাই চন্দ্র দাসের বাড়িতে আশ্রয় নিয়ে ঘটনা জানায় নিমাই দাস দ্রুত বিষয়টি পুলিশকে জানায় পুলিশ তাৎক্ষণিক  অভিযান চালিয়ে ধর্ষক যুবকদ্বয়কে গেফতার করে কিশোরীকে পুলিশ হেফাজতে নিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে

বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, ঘটনায় থানায় ধর্ষণের মামলা রেকর্ড করা হয়েছে আসামীদের রিমান্ডে আনার প্রস্তুতি চলছে

×