ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বাগেরহাটের বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকে মুখরিত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ২০:৫৪, ১২ জুলাই ২০২২

বাগেরহাটের বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকে মুখরিত

ষাট গম্বুজ মসজিদ

 ঈদের ছুটিতে বাগেরহাটের বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ায় সহজ দ্রুত যাতায়াতের কারণে এবার বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ষাটগম্বুজে দূর-দুরন্ত থেকে অসংখ্য পর্যটক এখানে ঘুরতে আসেন

তাছাড়া করোনার কারণে দুই বছর পর এবার বেড়ানোর সুযোগ পেয়ে দারুণ উচ্ছসিত দর্শনার্থীরা দর্শনার্থীদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ মহাব্যস্ত পাশাপাশি লোকসানে থাকা ব্যক্তি মালিকানাধীন বিনোদন কেন্দ্রেগুলোর মালিকরা এবার আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে আশা করছেন

গত শুক্রবার থেকে বাগেরহাটে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ, হযরত খান জাহান (রহ.) মাজার, সুন্দরবন চন্দ্রমহল রিসোর্ট বিভিন্ন বয়সের হাজার হাজার দর্শনার্থীদের পদচারণায় মুখোরিত হয়ে ওঠে

ঈদের ছুটি কাটাতে কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে, কেউবা বন্ধুদের নিয়ে সবার চোখে মুখে ছিল কাছের মানুষদের সঙ্গে সময় কাটোনোর আনন্দ

 

বাগেরহাট ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মোশারেফ হোসেন বলেন, পদ্মা সেতু চালু হওয়ার কারণে এবার অনেক দূর থেকে পর্যটক এসেছেন তাছাড়া, করোনার কারণে গত দুই বছর পর্যটন কেন্দ্রে মানুষের সমাগম ছিল না এবার কঠোর বিধিনিষেধ উঠে যাওয়ায় বিপুল পরিমাণ দর্শনার্থীর সমাগম ঘটেছে সবাই যেন নিরাপদে এখানে ঘুরতে পারে সেজন্য ট্যুরিস্ট পুলিশ কাজ করছে

বাগেরহাট পত্নতত্ত্ব বিভাগের কাস্টোডিয়ান মো. যায়েদ বলেন, পদ্মা সেতু চালু হওয়ায় বছর দেশের দুরদুরান্ত থেকে বিপুল পরিমাণ লোক ঈদে ছুটি কাটাতে এখানে আসছেন আরও কয়েকদিন এখানে দর্শনার্থীদের এমন ভিড় থাকবে বলে আশা করছি

সম্পর্কিত বিষয়:

×