ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

দাঁড়িয়ে থাকা অটোরিকশায় প্রাইভেটকারের ধাক্কা ॥ নিহত ২

প্রকাশিত: ১৪:২৬, ৩ মে ২০২২

দাঁড়িয়ে থাকা অটোরিকশায় প্রাইভেটকারের ধাক্কা ॥ নিহত ২

অনলাইন ডেস্ক ॥ কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার যাত্রীসহ দু’জন নিহত হয়েছেন। নিহতরা হলেন মাধাইয়া এলাকার সোহেল (২৫) ও নাজমা বেগম (৪৬)। ঈদের দিন মঙ্গলবার (৩ মে) ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মাসুদ আলম চৌধুরী। তিনি জানান, ঈদের দিন ভোরে রাস্তার এক পাশে দাঁড়িয়ে থাকা সিএনজি চালিত অটোরিকশাকে একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা মাসুদ ও মানসিক ভারসাম্যহীন পথচারী নাজমা নিহত হন। এসময় প্রাইভেটকারে থাকা এক নারী গুরুতর আহত হন।
×